
অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম বদরুজ্জামান, অ্যাকাডেমিক সুপারভাইজর তোরাবুল ইসলাম, বিশ্বসাহিত্য কেন্দ্রের টিম ম্যানেজার প্রদীপ কুমার পাল প্রমুখ। কর্মশালায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং লাইব্রেরির দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষকবৃন্দসহ পাঠ্যাভাস উন্নয়ন কর্মসূচির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমিরুল ইসলাম, তানজিদ মোর্শেদ খান ও মনিটরিং অফিসার সাইদুল কবির উপস্থিত ছিলেন। #

আপনার মূল্যবান মতামত দিন: