মাগুরায় কৃষকের লাউ ক্ষেত কেটে দিয়েছে দূর্বৃত্তরা

মিজানুর রহমান মাগুরা সদর প্রতিনিধি।। | প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:০১

মিজানুর রহমান মাগুরা সদর প্রতিনিধি।।
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:০১

ছবি- সমসাময়িক ফটো।

মাগুরা সদর উপজেলার উত্তর ধর্মসীমার কৃষক গনেশ বিশ্বাসের লাউ ক্ষেত ৩১ জানুয়ারি রাতে কেটে দিয়েছে দূর্বৃত্তরা।

অন্তত ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। কৃষকের স্বপ্ন ভেঙ্গে দিয়ে তার হতাশার মধ্যে ফেলে দিয়েছে দূর্বত্তরা। বড় আশা নিয়ে লাউ ক্ষেত তৈরী করেছিল তা আর বাস্তবায়ন হলো না।

জানা গেছে মাঠের মধ্যে ঐ কৃষকের ২৪ শতাংশ জমির ধরন্ত লাউ গাছ রাতে কেবা কাাহারা কেটে দিয়েছে।যে খানে শতশত ছোট বড় লাউ ঝুলছে।রোদে মাচার উপরের লাউয়ের পাতা ঢোলে পড়েছে।

৩০ জানুয়ারী ক্ষেত থেকে ২য় দফা ৭০টি লাউ কাটে ৩১ জানুয়ারী সকালে ক্ষেতে এসে দেখতে পায় ক্ষেতেরর লাউ গাছ কেবা কারা কেটে দিয়েছে।এ ক্ষেতে তার অন্তত ৫০ হাজার টাকা ব্যায় হয়েছে।এ মৌসুমে ২ লাখ টাকার লাউ বিক্রির আসা ছিল।কিন্তু দূর্বৃত্তর তার সব আসা নিরাসা করে দিয়েছে।
এ ব্যাপারে ঐ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মনজ কুমার বিশ্বাস বলেন, খবর পাওয়া মাত্র তিনি ক্ষেত পরিদর্শন করেছে।ক্ষতির পরিমান নিরুপন করে কতৃপক্ষের মাধ্যমে কৃষকের সহযোগিতার চেষ্টা করবে বলে জানান।




আপনার মূল্যবান মতামত দিন: