
চট্টগ্রামের পটিয়া উপজেলার ৪ ইউনিয়নের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে নগদ অর্থ সহ ঢেউটিন, খাদ্যসামগ্রী, গৃহ নির্মাণ মঞ্জুরী ও কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার আশিয়া, কেলিশহর, ছনহরা ও ধলঘাট ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ২৬ পরিবারের মধ্যে প্রত্যেককে ১ লক্ষ ৫৬ হাজার টাকা, ১ বস্তা চাউল, ১ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরী এবং কম্বল প্রদান করা হয়।
(৩০ জানুয়ারি সোমবার) দুপুরে আনুষ্ঠানিকভাবে বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। পটিয়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ত্রাণ পূর্ণবাসন কর্মকর্তা রবিউল হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মহাপরিচালক মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের উপ-পরিচালক এসবিবি প্রকল্পের পরিচালক আওলাদ হোসেন, ব্রীজ-কালভার্ট নির্মাণ প্রকল্পের উপ-পরিচালক ইসমাইল হোসেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্ত্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আশিয়া ইউপি চেয়ারম্যান এম.এ হাশেম, কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ কুমার সেন নান্টু, ছনহরা ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: