
রাষ্ট্রীয় মর্যাদায় ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ঝিনাইদহ সাবেক পৌর মেয়র চলচ্চিত্রকার, এ্যডভোকেট আমির হোসেন মালিথার নামাজের জানাযা সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ জানুয়ারী) সকাল ১১টায় শহরের ওয়াজিব আলী স্কুল মাঠে এ নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
মরহুম আমির হোসেন মালিথা গত ১ সপ্তাহের যাবত বার্ধক্য ও শারীরিক অসুস্থতা জনিত কারণে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিশিষ্ট এ গুনিজনের মৃত্যুতে ঝিনাইদহের সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
জানাজার আগে মরহুমের বিভিন্ন কৃতিত্ব নিয়ে কথা বলেন, ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম অপু, বর্তমান সদর পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদি হিজল ও মরহুমের একমাত্র পুত্র চঞ্চলসহ অন্যান্যরা।পরে জানাজার নামাজ শেষে, ঝিনাইদহের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: