অসহায় শীতার্ত মানুষের কম্বল বিতরণ ও পুনাকের কার্যালয় উদ্বোধন

মাহবুবুর রহমান জিলানী।। | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৩ ২১:০৬

মাহবুবুর রহমান জিলানী।।
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৩ ২১:০৬

দৈনিক সমসাময়িক ফটো।

গাজীপুরের টঙ্গীতে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত বস্তু ( কম্বল) বিতরণ ও গাজীপুরে পুনাকের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি টঙ্গীর নিউ অলিম্পিয়া স্কুল মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতির গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে প্রায় ৮০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর হয়। এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডা: তৈয়বা মুসাররাত জাহা চৌধুরী গাজীপুর মেট্রোপলিটন পুলিশ পুনাকের নতুন কার্যালয় উদ্বোধন করেন।এ সময় পুনাক সভানেত্রী বলেন, ব্যক্তিগত উদ্যোগে হয়তো বড় কিছু করা সম্ভব নয়। কিন্তু সাংগঠনিকভাবে কিছু করার চেষ্টা করছে পুনাক।পুনাক অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে থাকবে।
তিনি বলেন, শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।আমরা চাই এদেশের প্রতিটি মানুষ যেন স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা বৃদ্ধ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে সব সময় দাঁড়াতে চাই।
এ সময় পুনাকের সভানেত্রী মুনমুন আহসান, সাধারণ সম্পাদিকা নাসিম আমিন, সমাজ কল্যাণ সম্পাদিকা তৌহিদা নুপুর, গাজীপুর জেলা পুনাক সভানেত্রী মোল্লা শারমিন আক্তার, গাজীপুর মেট্রো পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম সহ পুনাকের অন্য নেতারা উপস্থিত ছিলেন।টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলমের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয় ।
এলাকার অসহায় মানুষদের খুঁজে খুঁজে তৈরি করা হয়েছে তালিকা। তাতে বাদ পড়েনি অটিস্টিক শিশুরাও। ২৫০ জন অটিস্টিক শিশুসহ মোট ৮০০ জন দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে কম্বল। পুনাকের সমাজ কল্যাণ শাখা এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ভূমিকা রেখেছে।




আপনার মূল্যবান মতামত দিন: