
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া বাজারের অভ্যন্তরে আধুনিক মানের পাবলিক টয়লেট উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান মোঃ রাজু আহম্মেদ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বিকালে রূপদিয়া বাজারে এই পাবলিক টয়লেট উদ্বোধন করেন। আধুনিক ও দৃষ্টিনন্দন, প্রতিবন্ধীবান্ধব এই পাবলিক টয়লেটে নারী-পুরুষদের জন্য আলাদা চেম্বার, হাত ধোয়ার ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, সার্বক্ষণিক বিদ্যুৎ, পেশাদার পরিচ্ছন্নকর্মী ও মহিলা কেয়ারটেকারের ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য এই বাজারের উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও হাট-বাজার উন্নয়ন তহবিল হতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাছ বাজার ও পান গলির সলিং রাস্তা নির্মাণ, সিসি ক্যামেরা ও ডাস্টবিন স্থাপন, নৈশপ্রহরী নিয়োগ সহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ সম্পন্ন করেছেন তিনি। পাবলিক টয়লেট উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাশেম বিশ্বাস, ইউপি সদস্য ফসিয়ার রহমান, আঃ মালেক, যশোর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ ইমরান আলী, রূপদিয়া বাজার বণিক সমিতির সভাপতি ইকবল হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন: