
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার ভোরে তিনি উপজেলার পাঁজিয়া গ্রামের নিজ বাড়িতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুরে জোহরের নামাজ বাদ পাঁজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা -মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন।
সদালপী অসাম্প্রদায়িক চেতনার এ মানুষটির মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড, রফিকুল ইসলাম পিটু,পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান , উপজেলা যুবলীগের আহ্বায়ক বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আলমগীর সিদ্দিকী টিটো,পাঁজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম,পাঁজিয়া দারুল উলুম নুড়িতলা মাদ্রাসার পরিচালক মুফতি এহসান উদ্দিনসহ বিভিন্ন মাদ্রাসার,স্কুল, কলেজের শিক্ষকবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অত্র এলাকার বিশিষ্ট প্রবীন ব্যক্তিবর্গ।
জানাজায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। #

আপনার মূল্যবান মতামত দিন: