
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক, যশোর জেলা আ.লীগের অন্যতম সদস্য দি রিপোর্ট পত্রিকার প্রকাশক প্রকৌশলী আরশাদ পারভেজ এর সাথে অভয়নগর প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় অভয়নগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি চৈতন্য কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের উদ্দেশ্য করে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন প্রকৌশলী আরশাদ পারভেজ।তিনি বলেন, সাংবাদিকদের দলমতের উর্ধে থেকে কাজ করতে হবে, পেশাগত দায়িত্বকে বড় মনে করে সমাজ গঠন ও দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা এস এম রফিকুল আলম, মাসুদ আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। উক্ত সভায় প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজকে ফুল ও শুভেচ্ছা স্বারক দিয়ে সম্মাননা প্রদান করেন ক্লাবের সদস্যবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন: