
পটিয়া পৌরভা ৫ নং ওয়ার্ড রাজার বাড়িতে ২১ জানুয়ারি শনিবার বিকালে মরহুম আমিন শরীফ মাষ্টার এবং ওয়ারিশগণ ও এলাকার মরহুম মুরঝ্বীদের ইছালে সাওয়াব উপলক্ষে পবিত্র খতমে বোখারী শরীফ ও ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান মেহমান আলামা কাযী সৈয়দ মুহাম্মদ আবদুশ শাকুর রায়হান আযীযী নক্সবন্দী মুজাদ্দিদী ( মাঃ জিঃ আঃ)। খতমে বোখারী শরীফ ও মিলাদ মাহফিলে নানান কর্মসূচি আয়োজন করেছে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন হাজী বেগম ইসহাক, হাজী মুহাম্মদ ইউসুফ।

আপনার মূল্যবান মতামত দিন: