রায়পুরার রাধাগঞ্জ অগ্রণী ব্যাংকের  শাখা পরিদর্শন করেছেন পুলিশ সুপার  

নাজমুল হক চৌধুরী।। | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৩ ২২:৪৫

নাজমুল হক চৌধুরী।।
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৩ ২২:৪৫

ছবি- নিউজ ডেস্ক।।
 
আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারের অগ্রণী ব্যাংক শাখা থেকে  চাঞ্চল্যকর দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার এর ঘটনায় দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। এসময় তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। 
 
এ সময় জেলা কমাড্যান্ট, আনসার ও ভিডিপি নরসিংদী তানজিলা বিনতে এরশাদ-সহ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) অনির্বাণ চৌধুরী, সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল সত্যজিৎ কুমার ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার  অফিসার ইনচার্জ রায়পুরা থানা মোঃ আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
 
বুধবার (১৮ জানুয়ারী) সকালে রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের  রাধাগঞ্জ বাজারে অগ্রণী ব্যাংকের  শাখা থেকে ২ আনসার সদস্যের লাশ উদ্ধার করে রায়পুরা থানা পুলিশ। উক্ত ঘটনাস্থল পরিদর্শন পূর্বক মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করে বলেন " আনসার সদস্যের মরদেহ উদ্ধার এর ঘটনায় অতি দ্রুত মুল রহস্য উদঘাটনে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ"।



আপনার মূল্যবান মতামত দিন: