
যশোরে কুয়াদা ভোজগাতী ইউনিয়নের জামজামি গ্রামের মাস্টার আতিয়ার রহমান'র শখের বাগানে খরচ কম ফলন বেশি মাল্টা ও চায়না কমলা চাষের ঝুঁকছে চাষী। বর্তমানে আমাদের দেশে অনেক জনপ্রিয় ও সহজলভ্য একটি ফল হচ্ছে কমলা। কমলা চাষ, তার ওপর সফলতা সে অনেকটা ব্যতিক্রমী। সময় যতটা গড়াচ্ছে কমলা ও মাল্টা চাষের প্রতি কৃষকদের আগ্রহও তত বাড়ছে। এই কমলা চাষে অল্প সময়ের মধ্যেই সফলতা পাচ্ছেন চাষিরা। এক সময়ের শখের মাল্টা ও চায়না কমলা এখন মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের জামজামি গ্রামে মাস্টার আতিয়ার রহমান এর শখের বাগানে। এ ফলটি সারা বছরই পাওয়া যায়।তাছাড়া দামেও বেশ সস্তা। পাশাপাশি বিভিন্ন ভিটামিনসহ মাল্টা ও কমলায় রয়েছে অনেক পুষ্টিগুণও । কমলা চাষ করে সফল হয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। নিজের জমিতে বিভিন্ন জাতের মাল্টা,পেয়ারা, কমলা,দার্জিলিং কমলা, বারো মাসি আম সহ বিভিন্ন ফলের চারা রোপন করে ২বিঘা জমিতে গড়ে তুলেছেন তার এই শখের বাগান । তার বাগানে থাকা প্রত্যেক গাছেই ঝুলছে থোকায় থোকায় কমলা । আর এই চারা ও ফল চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। সরেজমিনে দেখা যায় মাস্টার আতিয়ার রহমান ব্যাস্ত আছেন দেশের বিভিন্ন এলাকায় থেকে অর্ডার আসা মাল্টা ও চায়না কমলা ও বিভিন্ন চারার গাছ পাঠানোর জন্য। বিভিন্ন জাত বিভিন্ন দামে বিক্রি করছে ১৫০-৩০০ টাকার মতো। তিনি এই চাষে অধিক লাভজনক মনে করছেন। এবং দেশের বেকার যুবকদের এই মালটাও চায়না কমলা চাষ করার জন্য পরামর্শ দিচ্ছেন। তিনি আরো জানান কেউ যদি মালটা চাষ করতে চাই তাহলে তিনি চারা গাছ বিক্রি করবেন এবং সঠিক চাষের পরামর্শ দিবেন।

আপনার মূল্যবান মতামত দিন: