মণিরামপুর যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

শাহজাহান শাকিল।। | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২ ১১:১৬

শাহজাহান শাকিল।।
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২ ১১:১৬

ফাইল ফটো

মনিরামপুর যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় মনিরামপুর উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়।   বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা শুরু হয়। এর পর মনিরামপুর উপজেলা মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মনিরামপুর উপজেলা শহীদ মিনারে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংষ্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের উদ্দোগে সকল নিহত শহীদের মুক্তিযোদ্ধার জন্য দোয়া করা হয় বিভিন্ন এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। মসজিদে মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।   মনিরামপুর উপজেলা মাঠে উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এসময় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান মনিরামপুর উপজেলা প্রশাসন।
প্রজন্ম একাত্তর এর সজ্ঞে কথা হয় মুক্তিযোদ্ধাদের তারা জানায়,মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখনো মনিরামপুর এ অনেক বধ্যভূমি রয়েছে তা সংরক্ষিত নয়। সেসব বধ্যভুমির শহীদদের সঠিক তথ্য নতুন প্রজন্ম জানতে চায়। নতুন প্রজন্ম অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে সেই প্রত্যাশা করি।




আপনার মূল্যবান মতামত দিন: