উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কদমবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুল মোমিনকে কদমবাড়িয়া দাখিল মাদ্রাসার সভাপতি করে ছয় মাসের জন্য চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। কমিটির অন্য সদস্যরা হলেন, মো. আশরফ আলী, মাসউদ আলম ও সদস্য সচিব সুপার\ভারপ্রাপ্ত সুপার।
এদিকে স্থানীয় মো. আব্দুল মোমিনকে সভাপতি মনোনীত করায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। এই সভাপতির মাধ্যমে প্রতিমন্ত্রী অবহেলিত কদমবাড়িয়া দাখিল মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন করবেন বলে সবাই আশাবাদী। সভাপতি আব্দুল মোমিন বলেন, আমাকে সম্মানিত করায় আমি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে ভালবেসে যে দায়িত্ব অর্পন করেছেন তা সঠিকভাবে পালন করার চেষ্টা করবো।
এদিকে কদমবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির আব্দুল মোমিনকে সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
                                    
        
                                                                                                                
                                            
                                                                        
                                    
                                    
                                
                                    
                                    
                            
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: