যশোরে বিট পুলিশিং কার্যক্রম গতিশীল ও জনসচেনতা বৃদ্ধিতে নরেন্দ্রপুরে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২ ১০:০৪

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২ ১০:০৪

ছবি - নিউজ প্রতিনিধি।

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। তথ্য দিন, সেবা নিন এই শ্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের বিট পুলিশিং কার্যক্রম গতিশীল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজু আহম্মেদ। এবিষয়ে তারা বলেন, কমিউনিটি পুলিশিং একটি সাংগঠনিক দর্শন ও ব্যবস্থাপনা যা জনগণকে সম্পৃক্ত করে জনগণ, সরকার ও পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন ও সমস্যা সমাধানকল্পে অপরাধের কারণ দূরীকরণ, অপরাধ ভীতিহ্রাস ও সমাজের বিভিন্ন সমস্যার সমাধান দেয়। এক কথায় কমিউনিটি পুলিশিং একটি গণমুখী, নিবারণমূলক এবং সমস্যার সমাধানমূলক পুলিশি ব্যবস্থা ও দর্শন যা জনগণের সম্পৃক্ত করে অংশীদারিত্বের মাধ্যমে জনগণের প্রত্যাশা ও মতামতের ভিত্তিতে পরিচালিত হয়। আর পুলিশের সেবাকে জনগণের নিকট পৌঁছে দেওয়া, সেবা কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতিটি থানাকে ইউনিয়ন ভিত্তিক বা মেট্রোপলিটন এলাকায় ওয়ার্ড ভিত্তিক এক বা একাধিক ইউনিটে ভাগ করে পরিচালিত পুলিশিং ব্যবস্থাকেই বলা হয় 'বিট পুলিশিং'। এই ব্যবস্থায় প্রতিটি বিটের দায়িত্ব প্রদান করে এক বা একাধিক পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হয়। প্রতিটি বিটে বিট অফিসার অপরাধ নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে পরিচালিত করে। মতবিনিময় সভায় আরোও উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য ফসিয়ার রহমান, আঃ মালেক, আ.লীগ নেতা মনিরুল ইসলাম হিমু, আঃ আলিম, আসাদ পারভেজ, যুবলীগের আহবায়ক আল মাহমুদ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন ও সাবেক আহবায়ক জাহিদ হোসেন, যশোর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ ইমরান আলী, ছাত্রলীগের সভাপতি শাহীন আলম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরন, সাবেক সভাপতি জি.এম সবুজ হাসান, সহ-সভাপতি মোর্ত্তজা, ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান পিন্টু, টুটুল, আলামীন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।




আপনার মূল্যবান মতামত দিন: