কেশবপুরে বিদ্যুৎ পৃষ্ঠে কালো মুখো হুনুমানের মৃত্যু

অলিয়ার রহমান | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২ ০৯:৩৭

অলিয়ার রহমান
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২ ০৯:৩৭

ছবি নিউজ

অলিয়ার রহমান ,কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে বুধবার ৯ নভেম্বর পৌরসভার বায়সা এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে এক হনুমানের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বায়সা গ্রামের বায়তুন নুর জামে মসজিদের সামনে গতকাল মঙ্গলবার সকালে খাদ্যের সন্ধানে দলছুট এক বিরল প্রজাতির কালোমুখো হনুমানকে এবাড়ি ওবাড়ির ছাদের উপরে, ঘরের চালের উপরে ছুটে বেড়াতে দেখে এলাকাবাসী। গ্রামের আবুল কাসেম বলেন, এর কিছু সময় পর হনুমানটি লাফিয়ে পার হতে যেয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নিচে রাস্তার পড়ে যায়। পথচারীরা হনুমানটিকে উদ্ধার করে দেখে তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা বিষয়টি কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরকে জানিয়েছেন। উলে­খ্য ইতিপূর্বেও কেশবপুর পৌরসভার বিভিন্ন এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে হনুমানের মৃত্যু হতে দেখা যায়। পৌরসভার মধ্যে কাভার তার ব্যবহার করার দাবি এলাকাবাসীর।




আপনার মূল্যবান মতামত দিন: