যশোর পুলিশ সুপারের কার্যালয় প্রেস বিজ্ঞপ্তি ৬২ পিচ স্বর্ণের বারসহ চোরাকারবারি - আটক - ২

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২ ০৭:৪৭

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২ ০৭:৪৭

ফাইল ফটো

'বাংলাদেশ পুলিশের শপথ - দেশের মানুষকে রাখবো নিরাপদ, সত্য উদঘাটনে বদ্ধ পরিকর""

এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর পুলিশ সুপারের কার্যালয় প্রেস বিজ্ঞপ্তিতে ৬২ পিচ স্বর্ণের বারসহ মোঃ নাইম মল্লিক (২১) মোঃ আজহারুল ইসলাম (২২) ২ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে যশোর পুলিশ সুপারের কার্যালয় প্রেস বিজ্ঞপ্তি ৬২ পিচ স্বর্ণের বার যার ওজন ০৭ কেজি ১২ গ্রামসহ ২ চোরাকারবারিকে আটক করা হয়। জানাযায়, ০৫/১১/২০২২ খ্রিঃ তারিখ থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপি বিশেষ অভিযানের অংশ হিসেবে ০৭/১১/২০২২ খ্রিঃ তারিখ শার্শা থানাধীন গোলপাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা শার্শা থানাধীন লক্ষনপুর মৌজাস্থ আমিনুরের চাতালের মোড় নামক স্থানে চেকপোস্ট ডিউটিতে নিয়জিত ছিল। চেকপোস্ট করাকালে বেলা ১৩ঃ৫৫ ঘটিকায় আন্দলপোতা বেদেপুকুরের দিক থেকে একটি এ্যাপাচি আরটিআর লাল রংয়ের মোটরসাইকেলযোগে দুইজন ব্যক্তিকে আসতে দেখে তাদের থামা সংকেত দিলে তারা পাশের কাচা রাস্তা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়া চেষ্টা করে। পালিয়ে যাওয়ার প্রাক্কালে নিয়োজিত পুলিশ সদস্যরা জনৈক ইসলাম বিডিআর এর কলাই ক্ষেতের পাশে কাচা রাস্তার উপর তাদেরকে আটক করে। তাদের পালানোর কারণ জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণ চোরাকারবারী ও তাদের নিকট অবৈধ স্বর্গ রয়েছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত লোকজন, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সহকারী কমিশনার (ভূমি) শার্শার উপস্থিতিতে জব্দকৃত মোটরসাইকেলে তাদের দু'জনের বসার মধ্যবর্তী স্থানে বিশেষ কায়দায় রক্ষিত একটি শপিং ব্যাগ থেকে ৬২ ( বাষট্রি) পিচ বিভিন্ন আকার ও ওজনের স্বর্ণের বার, যার মোট ওজন ০৭ কেজি ১২ গ্রাম, যার মূল্য অনুমান ৫ কোটি ১৫ লক্ষ টাকা (খ) ০১ টি এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল, (গ) আসামিদর ব্যবহ্নত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয় এবং দুইজন ব্যক্তিকে আটক করা হয়। এ সংক্রান্তে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে শার্শা থানার মামলা নং ০৬ তারিখঃ ০৭/১১/২০২২ খ্রিঃ ধারা - ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(B) এর ১ ( A) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। মোঃ নাইম মল্লিক (২১) পিতা - মৃত আবু জাফর মল্লিক সাং - টেংরালী ( ভেরদদারী পাড়া) থানা - শার্শা জেলা যশোর। ২। মোঃ আজহারুল ইসলাম (২২) পিতা - মোঃ শাহজাহান মিয়া, সাং- বহিলাপোতা ( টিলাপাড়া) থানা, শার্শা জেলা যশোর। এই যশোর পুলিশ সুপারের কার্যালয় প্রেস বিজ্ঞপ্তিতে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান নাভারণ সার্কেল যশোরসহ উপস্থিত পুলিশ কর্মকর্তাবৃন্দ। এই ঘটনার বিষয় সাংবাদিকরা যশোর পুলিশ সুপারের কার্যালয় প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র পুলিশ সুপার জুয়েল ইমরান কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা ৬২ পিচ স্বর্ণের বারসহ ২ জন চোরাকারবারীর আটক করেছি তাদের জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে অনেক কিছু তথ্য প্রমান পাওয়া গেছে। তিনি আরও বলেন, তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। পরিশেষে দু'জন স্বর্ণের চোরাকারবারিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।




আপনার মূল্যবান মতামত দিন: