
গত ৩০ অক্টোবর হতে ০৩ নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের দিক নির্দেশনায় এবং সদর দপ্তর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সেনাবাহিনী শ্যূটিং প্রতিযোগিতা-২০২২। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের নবনির্মিত এএসসিবি মাল্টিপারপাস বিল্ডিং এ। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। আরও উপস্থিত ছিলেন সেনাসদরের পিএসওগণ, উর্দ্ধতন সামরিক কর্মকর্তা, মহাসচিব বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগী ও অফিসিয়ালবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
এবারের শ্যূটিং প্রতিযোগিতায় সবমোট ০৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ইভেন্ট সমূহ হলোঃ ১০ মিটার রেঞ্জে. ১৭৭ ম্যাচ এয়ার রাইফেল,. ১৭৭ ম্যাচ এয়ার পিস্তল ও. ১৭৭ এয়ার রাইফেল ওপেন সাইট (মহিলা) ইভেন্ট এবং ৫০ মিটার রেঞ্জের. ২২ ফ্রি রাইফেল থ্রি পজিশন,. ২২ ফ্রি পিস্তল ও. ২২ রাইফেল ওপেন সাইট (নবীন) ইভেন্ট। প্রতিযোগিতায় চট্টগ্রাম শ্যূটিং ক্লাব ২৫৭১.০২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ঘাটাইল শ্যূটিং ক্লাব ২৫৬৮.০১ পয়েন্ট পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সাভার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর এবং রংপুর অঞ্চলের ১৪ জন মহিলা শ্যূটারসহ সর্বমোট ৭৫ জন সেনা শ্যূটার অংশগ্রহণ করে। উল্লেখ্য যে, প্রতিযোগিতায় ব্যক্তিগত ০২টি ইভেন্টে স্বর্ণ পদক জয়ের মাধ্যমে সৈনিক মোঃ ইউসুফ আলী, ১৭ পদাতিক ডিভিশন সার্বিকভাবে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।
সেনাবাহিনী শ্যূটিং প্রতিযোগিতা-২০২২ সমাপনী অনুষ্ঠানের পূর্বে সম্মানিত সেনাবাহিনী প্রধান, সেনা ক্রীড়া দল সমূহের উন্নত প্রশিক্ষণের জন্য নবনির্মিত এএসসিবি মাল্টিপারপাস বিল্ডিং এর শুভ উদ্বোধন করেন।

আপনার মূল্যবান মতামত দিন: