"বাংলাদেশ পৃথিবীর মধ্যে রোল মডেল" বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম মোজাম্মেল হক এমপি

স্টাফ রিপোর্টার।। | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২ ০৬:৪১

স্টাফ রিপোর্টার।।
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২ ০৬:৪১

ফাইল ফটো

ফাইল ফটো

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমেনা বাকী ফাউন্ডেশনের আয়োজনে আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে গার্ড অব অনার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজয় একাত্তর গণ-গ্রন্থাগারের ভিত্তি প্রস্তর স্থাপন, "শহীদ মোজাফ্ফর" হাউজ এর ভিত্তি প্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত মন্তব্য করেছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক এমপি বলেন-"বাংলাদেশ পৃথিবীর মধ্যে রোল মডেল। বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও দেশপ্রেমের কারণে বাংলাদেশ সারাবিশ্বে সুনাম কুড়িয়ে রোল মডেল হয়েছে। স্বাধীনতার ৫২ বছরের মধ্যে জিয়া, খালেদা জিয়াসহ অন্যান্য সরকারের ২৯ বছরে চিরিরবন্দরে কোন উন্নয়ন হয়নি।

যুদ্ধাপরাধী গোলাম আযমকে নাগরিকত্ব দিয়ে ও বঙ্গবন্ধুর খুনীদের রাষ্ট্রদূত বানিয়ে যুদ্ধাপরাধীদের মদদ দিয়ে তাদের প্রতিষ্ঠিত করেছে"। বিএনপি জামায়াত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনা। বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর দেশকে পাকিস্তান বানানোর পাঁয়তারা করছে। তাদের পাকিস্তান প্রীতির সকল সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে"।

গত ২৮ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৩ ঘটিকায় আমেনা বাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের ডকুমেন্টারী করা হবে, যাতে করে তাদের স্মৃতি সংরক্ষণ থাকে।

এসময় প্রধান অতিথি দেশের তরুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সোনার বাংলা গড়ার কারিগর হওয়ার আহ্বান জানান।

উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও দিনাজপুর জেলা আওয়ামীলীগ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার শাহ ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আসলাম উদ্দিন, চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ি সার্কেল) মোঃ আসাদুজ্জামান, দিনাজপুর জেলা আওয়ামীলীগ শাখার সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান অজিজুল ইমাম চৌধুরী, সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, যুগ্ন-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, খানসামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল সাহা, খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম সরকার, বি.আর.ডি.বির চেয়ারম্যান মোঃ আজিম উদ্দিন গোলাপ, চিরিরবন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ, আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী শাহাবুদ্দিন, প্রধান শিক্ষক বিনয় কুমার দাস বক্তব্য রাখেন।

এছাড়াও উক্ত সমাবেশে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা আওয়ামীলীগ ও চিরিরবন্দর এবং খানসামা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহঃ শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।




undefined

আপনার মূল্যবান মতামত দিন: