কেশবপুরে শিক্ষক দিবস উদযাপন

দৈনিক সমসাময়িক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২ ০৯:৫০

দৈনিক সমসাময়িক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২ ০৯:৫০

কেশবপুরে শিক্ষক দিবস উদযাপন

অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে বৃহস্পতিবার সকালে শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ করা হয়েছে।
কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এটিএম বদরুজ্জামানের সভাপতিত্বে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ এবং শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম রুহুল আমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, সহকারি অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক আলাউদ্দিন আলা, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মন্ডল, দোরমুটিয়া দাখিল মাদ্রার শিক্ষক মিজানুর রহমান বাবু প্রমুখ। #




আপনার মূল্যবান মতামত দিন: