মানবসেবায় অতুলনীয় এক নাম গরীবের ডা. মেহেদী হাসান

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর)।। | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২ ০৮:০২

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর)।।
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২ ০৮:০২

মানবসেবায় অতুলনীয় এক নাম গরীবের ডা. মেহেদী হাসান
স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যই মানুষের বড় সম্পদ। এ স্বাস্থ্য ভালো রাখতে মানুষ যায় ডাক্তারের কাছে। কিন্তু কিছু কিছু চিকিৎসা ব্যবসায়ীদের কবলে পড়ে ভূক্তভোগীরা সর্বস্ব হারিয়ে নাকাল হচ্ছেন। যখন মানুষ সুচিকৎসার আশায় ঘুরে বেড়াচ্ছেন, ঠিক এমন একযুগে ব্যতিক্রম ঘটিয়ে আসছেন তরুন প্রজন্মের উজ্জল নক্ষত্র গরীবের ডা. মেহেদী হাসান।
ডা. মেহেদী হাসান যশোর জেলার মণিরামপুর উপজেলার আগরহাটি গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জবেদ আলী সরদারের ছোট ছেলে এবং সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলীর ছোট ভাই।
সুচিকৎসার মাধ্যমে মানব সেবা করার লড়াই করে যাচ্ছেন। তিনি নিশ্চয়ই মানব সেবায় অতুলনীয়। ডা. মেহেদী হাসান নামটি মানব সেবায় তুলনাবিহীন। সে দীর্ঘদিন ধরে সাধারন মানুষের চিকিৎসা সেবা পেতে সহায়তা করে আসছেন,, যারা গ্রাম থেকে বা মফস্বল এলাকা থেকে যারা ঢাকার হসপিটাল গুলো ভাল করে চিনেই না যারা অসহায় গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা করাতেও ভয় পায় তাদের ঢাকায় নিয়ে এসে সুচিকিৎসার ব্যবস্থা করাই ডা. মেহেদী হাসানের কাজ। তা ছাড়া তিনি নিজ গ্রামে আগরহাটি আসলে অসহায় গরীব অসুস্থ্য রোগীরা তার বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসেন। সরেজমিন বৃহস্পতিবার ডা. মেহেদী হাসান গ্রামের বাড়ি আগরহাটিতে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা তার বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে দেখা গেছে। তার ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে সে জানায়, কেউ কারও ভবিষ্যৎ বলতে পারবে না, অনেক সম্পদের মালিক হওয়া বা ভোগ বিলাসী জীবনের প্রতি তার কোন আগ্রাহ নেই, সে বেঁচে থাকতে চায় মানুষের হৃদয়ে।
তাকে কাছ থেকে না দেখলে দুর থেকে চেনা বড় কঠিন। তাকে কেউ কাছ থেকে না দেখলে তার সম্পর্কে অনেক কিছু অজানা থেকে যায়। তিনি কতোটা মানব সেবক এবং নিজেকে মানব সেবায় বিলিয়ে দিতে কার্পণ্য করেননি কখনো। তার মানব সেবা চোখে না দেখলে কাগজের পাতায় লিখে বোঝানো অনেকটাই কঠিন।
ডা. মেহেদী হাসান মানব সেবার ক্ষেত্রে সততার এক উদাহরণ সৃষ্টি করার জন্য নিষ্ঠার সাথে স্বেচ্ছায় বিন্যামুল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
এমন মহৎ কাজের জন্য ডা. মেহেদী হাসান কে জানাই স্যালুট বাংলার প্রতিটা সমাজে ১ জন করে ডা. মেহেদী হাসানের জন্ম হোক এমনটাই আমাদের প্রত্যাশা।



আপনার মূল্যবান মতামত দিন: