নিজ অর্থায়নে মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এস এম ইয়াকুব আলী

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর।। | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২ ০৫:৪৭

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর।।
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২ ০৫:৪৭

নিজ অর্থায়নে মাদ্রাসার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এস এম ইয়াকুব আলী

মণিরামপুরে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আগরহাটি গ্রামস্থ এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, মাদ্রাসা একটি ধর্মীয় প্রতিষ্ঠান। ধর্মীয় প্রতিষ্ঠানে কুরআন হাদীসের পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহন করে একজন যদি সুশিক্ষিত হয় তার মাধ্যমে সুন্দর একটি সমাজ গড়ে ওঠা সম্ভব। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম ইয়াকুব আলীর পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ জবেদ আলী সরদার, এস এম ইয়াকুব আলীর ছোট ভাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. মেহেদী হাসান, সাবেক কৃষি কর্মকর্তা আব্দুস সামাদ, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আহাদুল করিম, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, ব্যবসায়ী জিয়াউর রহমান, সাংবাদিক তাজাম্মূল হুসাইন, কৃষকলীগ নেতা জাকির হোসেন, রিপন হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পরে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বিশেষ দোয়া করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: