
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অসৎ উপায়ে মোবাইল ব্যাংকিং থেকে বিভিন্ন কৌশল ব্যবহার করে টাকা উত্তোলন করছে কিছু অসাধু চক্র।
২৪ অক্টোবর সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার সামনে মহাসড়কে অসাধু পথ অবলম্বন করা হ্যাকারদের মুলহোতাসহ চক্রের সদস্যদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসানসহ উপজেলার সকল মোবাইল ব্যাংকিং সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা, হ্যাকারদের অবৈধ টাকা উত্তালন বন্ধে হ্যাকারসহ এই চক্রের সকলকে গ্রেফতারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ও মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীদের হয়রানী বন্ধের দাবি জানান।
মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিচারের দাবী জানায় নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গোবিন্দগঞ্জে বিকাশ ও নগদ হ্যাকিংয়ে মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার ২৩ অক্টোবর রবিবার সন্ধ্যায ১জন সদস্যকে আটক করা হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বয়স্ক/বিধবা ভাতার টাকা নগদ ও বিকাশ নাম্বার থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেওয়ার ১ সদস্য কে হাতেনাতে ধরে ফেলেন বিকাশ এজেন্টের ব্যবসায়ীরা সুমন,পরবর্তীতে তাকে থানা পুলিশের হাতে হস্ত্মান্ত্মর করেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি,
স্থানীয় সূত্রে জানা যায়, দরবস্ত্ম ইউনিয়নের সাপগাছি গ্রামের কলিমুদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৩৫)।
এবিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: