
কেশবপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব তবলা শিল্পী স্বপন দে এর অকাল মৃত্যুতে রবিবার সন্ধ্যায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, কবি মুহম্মদ শফি, অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান খান, সাংস্কৃতিক সংগঠক বাবুর আলী গোলদার, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, প্রধান শিক্ষক স্বপন মন্ডল, সংগীত শিক্ষক ইন্দ্রজিৎ হালদার, শিল্পী সিরাজুল ইসলাম, মাসুদা বেগম বিউটি ও রবিউল ইসলাম। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মনোরঞ্জন দে, মিলন দে ও উৎপল দে। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি শেখ শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব তবলা শিল্পী স্বপন দে (৪৩) গত ৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

আপনার মূল্যবান মতামত দিন: