
কেশবপুরে ৪৯ জন গ্রাম পুলিশের মাঝে ৪৯টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে এসব বাইসাইকেল দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল বিতরণ করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। এ সময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে গ্রাম পুলিশের মাঝে ওই বাইসাইকেল দেওয়া হয়। বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশেরা খুশি প্রকাশ করেন।

আপনার মূল্যবান মতামত দিন: