
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গজারিয়ার উপজেলা হোসেন্দী ইউপি'র আশ্রাব্দী গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তবে ওই ব্যক্তির কোনো পরিচয় জানাতে পারেনি পুলিশ। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর। তাঁর পরনে সেন্টু সাদা গেঞ্জি কালো পেন্ট আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয় লোকজন মেঘনা নদীতে মাছ ধরতে গেলে এলাকায় ওই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই ব্যক্তির শরীরের আঘাতের চিহ্ন আছে।
গজারিয়া নৌ থানার ইনচার্জ মোঃইজাজ উদ্দিন আহমেদ জানান, লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, তাঁকে খুন করে লাশ নদীতে ফেলে হয়েছে। নাকি গত দুইদিন আগে মুন্সীগঞ্জের গজারিয়ায় লঞ্চ ঘাটের অদূরে মেঘনা নদীতে মাকে বাঁচাতে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়,ছেলের আত্মীয়স্বজনকে জানানো হয়েছে, তারা আসলে বুঝা যাবে লাশের পরিচয় ও শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মূল্যবান মতামত দিন: