কেশবপুরে ১০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু

অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ১৭:০৩

অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ১৭:০৩

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ

 কেশবপুরে বেকার ছেলে-মেয়েদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান ও একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম। যশোর আইটি পার্কের প্রশিক্ষক নাহিদ হোসেন এসব বেকার ছেলে-মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছেন। উপজেলার ৯টি ইউনিয়নের ৯০ জনকে এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 




আপনার মূল্যবান মতামত দিন: