কেশবপুরে শিশু অধিকার সপ্তাহ উদযাপন

অলিয়ার রহমান।। | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ০৪:১৭

অলিয়ার রহমান।।
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ০৪:১৭

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ এ প্রতিপাদ্যে যশোরের কেশবপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে। রোববার সকালে দিবসটি উপলক্ষে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ) উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনসিটিএফ’র সভাপতি প্রসেনজিত দাসের সভাপতিত্বে পরিত্রাণের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, কপোতাক্ষ মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক ও সিএসও কমিটির সভাপতি সুফিয়া পারভিন শিখা, প্রভাষক কুন্তল বিশ্বাস এবং পরিত্রাণের কর্মসূচী সমন্বয়কারী রবিউল ইসলাম।
শিশুদের ভেতর বক্তব্য দেয় এনসিটিএফ’র সদস্য চয়ন দাস ও শ্রাবন্তি দাস। তারা দেশের অবদানে ও অর্জনে শিশুদের ভূমিকা তুলে ধরে সমাজে পিছিয়ে পড়া প্রান্তিক শিশুদের এগিয়ে নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়াই মুভস প্রকল্পের ভলেন্টিয়ার মিনা দাস ও প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস। 




আপনার মূল্যবান মতামত দিন: