
কেশবপুর (যশোর) প্রতিনিধি।। কেশবপুর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় থানা প্রাঙ্গনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম বদরুজ্জামান।
মুক্ত আলোচনায় বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি মোতাহার হোসাইন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা, মুনজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মাস্টার আব্দুস সামাদ, সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, ইউপি সদস্য আব্দুর রহিম, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, আব্দুল লতিফ, শিক্ষিকা রীনা রাণি বিশ্বাস, হোসনে আরা খাতুন, গোলাম সরোয়ার, ইমাম পরিষদের নেতা মাওলানা আব্দুল কাদের, ঘের ব্যবসায়ী পরেশ চন্দ্র মন্ডল, কৃষক মাগফুর রহমান প্রমুখ।
কোন ইস্যুকে কেন্দ্র করে উন্নয়ন অগ্রযাত্রা সামাজিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলা কেউ যদি নষ্ট করে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর হস্তে দমন করা হবে বলে জানান যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। কেশবপুরের আইনশৃঙ্খলা ঠিক রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মূল্যবান মতামত দিন: