মণিরামপুরে ভিজিডির ১০ টাকা চালের কার্ড বানাতে উৎকোচ গ্রহণ

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর)।। | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ০৮:২৩

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর)।।
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২ ০৮:২৩

প্রতিবাদ করায় বাড়ীতে হামলা চালিয়ে ৪ জনকে রক্তাক্ত জখম

মণিরামপুরে ভিজিডির ১০ টাকার চালের কার্ড বানিয়ে দেওয়ার কথা বলে জন প্রতি ২ হাজার টাকা উৎকোচ গ্রহনের প্রতিবাদ করায় এক বাড়ীতে হামলা চালিয়ে ৪ জনকে রক্তাক্ত জখমসহ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে। আহতদের মণিরামপুর ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মকবুল হোসেন বাদী হয়ে হামলাকারীদের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নে মুজগুন্নী গ্রামে এ ঘটনা ঘটে।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানাযায়, মুজগুন্নী গ্রামের খলিলের পুত্র তরিকুল, আব্দুল ওহাবের পুত্র আনোয়ারুল ও আব্দুর রউফের পুত্র হাবিবুল্লাহসহ অনেকের নিকট থেকে ভিজিডির ১০ টাকা চালের কার্ড দেওয়ার কথা বলে প্রতি জনের নিকট থেকে ২ হাজার টাকা করে উৎকোচ গ্রহণ করা হয়। এ ঘটনার প্রতিবাদ করলে একই গ্রমের উৎকোচ গ্রহণকারী হাদিউর রহমান, মজিদ হোসেন, হামিদ আলী ও ওদুদ হোসেনসহ অন্যান্যরা সদর উদ্দীনের পুত্র মকবুল হোসেনের বাড়ীতে হামলা চালায়। এতে বাঁধা দিলে হামলাকারীরা মকবুল হোসেনের স্ত্রী ফতেমা বেগম তার ছোট মা রাশিদা বেগম ও পিতা সদর উদ্দীনসহ ৪ জনকে এলোপাতাড়ী পিটিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায় তারা ঘরের মধ্যে প্রবেশ করে আসবাব পত্র তছনছসহ নগদ ৩ লক্ষ ৯০ হাজার টাকা, ১ লক্ষ ২০ হাজার টাকার স্বর্ণালংকার এবং ২০ হাজার মূল্যের মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। এমন খবর জানার পর থানায় দায়েরকৃত এজাহারের বাদী মকবুল হোসেনসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। থানায় এজাহার দায়ের বিষয়টি মুঠোফোনে জানতে চাইলে ওসি নূর-ই-আলম সিদ্দীকি বলেন, আমি থানার বাইরে আছি, পরে কথা হবে।




আপনার মূল্যবান মতামত দিন: