পটিয়া পৌর সদরে কিশোর ৫ নিখোঁজ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।। | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২ ০৫:১৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২ ০৫:১৬

পটিয়া পৌর সদরে  কিশোর ৫ নিখোঁজ

পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ড সুচক্রদন্ডী গ্রামের ওয়াহিদুল ইসলাম হৃদয় ( ১৭) নামে এক কিশোর ৫ দিন নিখোঁজ রয়েছে। সে ঐ এলাকার রফিকুল ইসলাম এর পুত্র। তার মা শাহিদা আক্তার বাদী হয়ে ১ সেপ্টেম্বর পটিয়া থানায় জিডি নং ২৬/ ২১ দায়ের করেছে।

ওয়াহিদুল ইসলাম হৃদয় ২৬ আগষ্ট বিকাল ৪টার দিকে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার মা-বাবা সদ্ভাব্য সকল স্থানে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে পটিয়া থানা নিখোঁজ জিডি করেন। ওয়াহিদুল ইসলাম হৃদয়ের পরনে সবুজ রঙের গোল গলা গেঞ্জি, গায়ের রং শ্যামলা, স্বাস্থ্য হালকা পাতলা, চুল ছোট, মুখমন্ডল লন্বাটে, উচ্চতা ৫ ফুট ৫/৬ ইঞ্চি হবে। কোন সু-হৃদয় বান ব্যাক্তি ছেলেটির সন্ধান পেলে নিম্ন মোবাইল নং ০১৮৪৩-৬২০৯৭০ জানানোর সবিনয়ে অনুরোধ জানিয়েছেন তার মা শাহিদা আক্তার ও বাবা রফিকুল ইসলাম।




আপনার মূল্যবান মতামত দিন: