
নিজস্ব সংবাদদতাঃ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটিয়া উপজেলা ও পৌরসভা জাতীয়
শ্রমিকলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার রাতে পটিয়া একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা উপজেলা
শ্রমিকলীগ সভাপতি ও সাবেক কোলাগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল ইসলামের
সভাপতিত্বে ও পৌরসভা সাধারন সম্পাদক মোজাম্মেল হক মাজু’র পরিচালনায়
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগ প্রচার সম্পাদক কামরুল হাসান বাবু, সাবেক উপজেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক ইউসুফ নবী টিপু, পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, কোলাগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি আবু জাফর, সাধারন সম্পাদক বদিউল আলম তুষার, শ্রমিকলীগ নেতা মো: ইকবাল, নুর মোহাম্মদ চৌধুরী, আলী হোসেন, সালাউদ্দিন, নাজিম উদ্দিন বাহাদুর, অজয় দেব নাথম, নুরুল ইসলাম, মহিউদ্দিন সাগর, মো: ইসহাক, আবদুল
রহিমসহ ইউনিয়ন ও পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে’র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তারা আগামী ১৭ আগষ্ট পটিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। পটিয়া পৌরসভা শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি বলেন, উপজেলা পৌরসভা সকল ওয়ার্ড ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ মিছিল সহকারে উক্ত শাহাদাৎ বার্ষিকী সফল করা আহবান জানান।

আপনার মূল্যবান মতামত দিন: