গাজীপুরে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার চারজন

মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।। | প্রকাশিত: ৪ আগস্ট ২০২২ ০৭:১৭

মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।।
প্রকাশিত: ৪ আগস্ট ২০২২ ০৭:১৭

ফাইল ফটো

গাজীপুরের টঙ্গীতে পাঁচশত পিছ ইয়াবা সহ চার জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার গোপন সংবাদদের অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম পুলিশ।

পুলিশ জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা এলাকায় মোল্লা বাড়ি রোডের শফিক মোড়লের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।এসময় ওই বাড়ির ভাড়াটিয়া ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কাশিমপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে শাহ আলী(৩০)কে তল্লাশি চালিয়ে ২৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার স্ত্রী ঝরনা আক্তারকেও তল্লাশি করলে তার কাছ থেকেও ৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন খাঁপাড়া এলাকায় অভিযান পরিচালনা করলে ১৮৫ পিছ ইয়াবা সহ শেরপুর জেলার সদর থানাধীন চরমচারি মাছপাড়া গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে মিজানুর রহমান (৪০) ও ১৫ পিছ ইয়াবা সহ টঙ্গীর রসুলবাগ এলাকা থেকে শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন মালতকান্দি গ্রামের মৃত হারুনুর রশিদ মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান (৩১) কে গ্রেপ্তার করা হয়।


টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বিজ্ঞ আদালতে এগুলো বিচারাধীন আছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




আপনার মূল্যবান মতামত দিন: