
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতার কার্ড বিতরণ। বুধবার (০৩ আগষ্ট) ইউনিয়ন পরিষদ হল রুমে ৯০ টা মাসজিদের ১৮০ জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে মাসিক সম্মানী ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জনাব রাজু আহম্মেদ এর সভাপতিত্বে স্থানীয় সরকার যশোর শাখার উপসচিব হুসাইন শওকত প্রধান অতিথির উপস্থিতিতে এই কার্ড বিতরণ করা হয়। এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার দাশ, নরেন্দ্রপুর ইউপি সচিব নাজমা খাতুন, বসুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাসেল, চাচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজা, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন সহ সদর উপজেলার বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: