যশোর টাউন হল মাঠে বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠান জনাব স্বপন ভট্টাচার্য এমপি

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১ আগস্ট ২০২২ ০৪:১৪

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১ আগস্ট ২০২২ ০৪:১৪

যশোর টাউন হল মাঠে বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠান জনাব স্বপন ভট্টাচার্য এমপি

''বৃক্ষপ্রাণে প্রকৃতি - পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে, যশোর টাউন হল মাঠে যশোর ও সামাজিক বন বিভাগের উদ্যোগে বৃক্ষমেলা ২০২২ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে যশোর টাউন হল মাঠে সামাজিক বন বিভাগ বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যশোর জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান'র সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, জনাব স্বপন ভট্টাচার্য এমপি মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপি এম (বার) পিপি এম পুলিশ সুপার যশোর, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম মিলন সভাপতি আওয়ামী লীগ, যশোর জেলা শাখা। আরও উপস্থিত ছিলেন, এস এম সাজ্জাদ হোসেন,বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ যশোর,বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি পলাশ। প্রধান অতিথি জনাব স্বপন ভট্টাচার্য এমপি ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রথমে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলা ২০২২ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিশেষে প্রধান অতিথি যশোর সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নে জনগণের মাঝে চেক বিতরণ করেন।




আপনার মূল্যবান মতামত দিন: