
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা
ইমামপুর ইউনিয়নের কালিপুরা থেকে মতলব সংযোগ সেতুটি এই অঞ্চলে আন্তঃজেলা যাতায়ত কারী বাসিন্দাদের কাছে দীর্ঘদিন এর বহুল প্রতিক্ষিত ও প্রত্যাশীত তারই ধারাবাহিকতায় সেতু নির্মানের লক্ষ্যে স্থান পরিদর্শন করেন সেতু বিভাগ।
আজ সোমবার সকাল ১১ঘটিকায় উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালিপুরা থেকে মতলব কালিপুরা বাজার সংযোগ সেতু নির্মাণ এর লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, উপসচিব, প্রকৌশলী, ইউএনও সহ উর্ধ্ধতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শনে যান ইমামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু।
এসময় তিনি বলেন এ সেতু নির্মাণ এর মাধ্যমে গজারিয়া, মতলব চাঁদপুর এর আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা ও জীবনযাত্রায় আমূল -পরিবর্তন ঘটবে। খুব দ্রুত সময়ে চাঁদপুর এর সাথে রাজধানি ঢাকার যোগযোগ দুরুত্ব কমে আসবে।

আপনার মূল্যবান মতামত দিন: