-3.jpg)
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ার সাহাপাড়ায় ঘরবাড়ি, দোকান, মন্দিরে হামলা-ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদে মণিরামপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন রাজনীতি ও সামাজিক সংগঠন।
শনিবার বিকেলে হাজিরহাট মোড়ে পৃথক পৃথকভাবে যশোর জেলা শাখা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এবং হাজিরহাট এলাকাবাসীর ব্যানারে এসব বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নিরোদ বিহারী রায়।
মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য প্রদীপ হালদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী, সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ, যশোর জেলা হিন্দু মহাজোটের সভাপতি অমল অধিকারী, হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিপদ ভঞ্জন পাড়ে, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধীর কুমার পাড়ে, যশোর জেলা দলিত ফেডারেশনের সভাপতি দীলিপ রায়, হরিদাসকাটি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সুকৃতি দাস, মশিয়াহাটি হরিগুরুচাদ মন্দিরের কোষাধ্যক্ষ সুদীপ্ত দত্ত, চিত্রা বিশ্বাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সাথে দেশে আর যেন কোন সংখ্যালঘুর উপর হামলার ঘটনা না ঘটে সেই জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
প্রসঙ্গত, সম্প্রতি মুসলিম ধর্ম নিয়ে অবমাননা করে এক হিন্দু যুবক ফেসবুকে পোস্ট দিয়েছে এমন অভিযোগকে কেন্দ্র করে নড়াইলের হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও দোকান লুট-পাটের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

আপনার মূল্যবান মতামত দিন: