যশোরের রামনগর ভাটপাড়া গ্রামের জাহাঙ্গীর কাজীর সবজি গাছ কর্তন, অতপর ইউনিয়ন পরিষদের অভিযোগ

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ২৩ জুলাই ২০২২ ০২:৩৩

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ২৩ জুলাই ২০২২ ০২:৩৩

ফাইল ফটো

যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নে ০৪ ওয়ার্ড ভাটপাড়া গ্রামের মৃত কাজী গোলাম রসুলের ছেলে জাহাঙ্গীর কাজী (৪৫)ক্ষেতে তরিতরকারি সকল গাছ কর্তন করেছে কে বা কারা এই প্রসঙ্গে রামনগর ইউনিয়ন পরিষদের অভিযোগ। গত বুধবার ২০/০৭/২০২২ তারিখে গভীর রাতে কে বা কারা আমার ক্ষেতে তরিতরকারি সকল গাহ কর্তন করে দিয়েছে। জানাযায়,সতীঘাটা আশরাফুল মাদারিস মাদরাসা জমি, জাহাঙ্গীর কাজী অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে পরিবারের ভরনপোষণ করে আসছে সে মোতাবেক সাহা ভাটা সংলগ্নে ১ বিঘা জমিতে লাউ গাছ, ধুনদোল গাছ নালিম গাছের সবজির তরিতরকারি আবাদ করে আসছে। হঠাৎ বুধবার গভীর রাতে কে বা কারা আমার ক্ষেতে সকল তরিতরকারি ফলনের গাছ কর্তন করে দিয়েছে কে বা কারা। বর্গা জমির মালিক জাহাঙ্গীর কাজী বৃহস্পতিবার সকালে তার তরিতরকারি ক্ষেতে এসে দেখে আমার চাষাবাদ জমিতে তরিতরকারি ফলনের গাছ গুলো কাটা এমন ঘটনা দেখে চাষি জাহাঙ্গীর কাজী হতবাক হয়ে পড়ে। এই ঘটনা সহ্য করতে না পেরে তাৎক্ষণিক ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী রিয়াজ উদ্দিন এবং ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মারুফ হোসেন তরুকে তরিতরকারি গাছ কর্তন করেছে কে বা কারা তিনি জানান। এ ঘটনার সংবাদ পেয়ে ইউপি সদস্য গাজী রিয়াজ উদ্দিন এবং ইউপি সদস্য মারুফ হোসেন তরু চাষাবাদ জমিতে এসে ঘটনা স্থান পরিদর্শন করেন। এই ঘটনার বিষয় ইউপি সদস্য গাজী রিয়াজ উদ্দিন এবং ইউপি সদস্য মারুফ হোসেন তরু কাছে জানতে চাইলে বলেন, জাহাঙ্গীর কাজী তরিতরকারি ফলন গাছ গুলো যারা কর্তৃন করেছে তারা চরম অন্যায় করেছে সে যে হোক তার কঠিন শাস্তি হওয়া উচিত। জাহাঙ্গীর কাজী তার চাষির জমির তরিতরকারি ফলন গাছ কর্তন করেছে দেখে সহ্য করতে না পেরে তাৎক্ষণিক রামনগর ইউনিয়ন পরিষদের এসে জাহাঙ্গীর কাজী সুষ্ঠ বিচার পাওয়ার লক্ষে অভিযোগ করেন।




আপনার মূল্যবান মতামত দিন: