যশোরে কুয়াদা - সাড়াপোলের সোলিং রাস্তাটি মরণফাঁদের পরিণত, যার দেখার কেউ নেই

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ২১ জুলাই ২০২২ ২১:৫৭

মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ২১ জুলাই ২০২২ ২১:৫৭

ফাইল ফটো

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কুয়াদা বাজার থেকে সাড়াপোলের পিচ ও সোলিং রাস্তাটি দীর্ঘদীন ধরে মরণ ফাঁদে পরিণত যার দেখার কেউ নেই? তবে এই এলাকার মানুষের একান্ত নির্ভরশীল অবহেলিত রাস্তাটি নিয়ে যেন কারও কোন মাথা ব্যথা নেই। ১১ নং রামনগর ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ সিংঙ্গা ০৮ ওয়ার্ডের বাবু গাজী বলেন,দীর্ঘ ধরে জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিয়েই আসছে বছরের পর বছর কিন্তু মেরামতের কোন পদক্ষেপ নিচ্ছে না কেউই। কুয়াদা বাজার থেকে ডহর সিঙ্গা মসজিদ পর্যন্ত পিচ উঠে গর্তে পরিণত হয়েছে। কুয়াদা বাজার থেকে প্রায় ৭ কিঃমিঃ সাড়াপোল বাজারের সোলিং রাস্তাটির যত্রতত্র ইট উঠে গর্তে পানি জমে চলাচলে অনুপযোগী হওযায় এলাকার মানুষ চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছে। এই রাস্তাটিতে রামনগর ইউনিয়নের ও সাড়াপোলের কমপক্ষে ৪/৫ টি গ্রামের লোকজন এ রাস্তা দিয়ে যশোর কুয়াদা বাজার ও শহরে বিভিন্ন জায়গায় যাতায়াত করে। প্রতিনিয়ত দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সর্বস্তরের মানুষকে । রাস্তা খারাপ হওয়ায় এলাকার মানুষ যশোর শহরে যেতে চরম দুর্ভোগের শিকার হয়। এই অঞ্চলের কৃষকরা তারা উৎপাদিত ফসল উৎপাদন করে আনতে হিমশিম খাচ্ছে। তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে চলাচলের চরম বিপাকে পড়েন। তারা তাদের পরিবার নিয়ে চরম বিপাকে। প্রত্যক্ষ জিনিস দাম উর্ধ্বগতির সময় আয় অপেক্ষা ব্যয় বেড়েছে খুব বেশি। চালকরা সংসার চালাতে হিমসিম খাচ্ছে তারা। এ রাস্তাটি প্রতিদিন, ভাড়াবাহী মোটরসাইকেল, ভ্যান, নসিমন, আলমসাধুসহ হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। কয়েকজন ব্যবসায়ী জানান,প্রতিদিন দোকানের মালপত্র আনতে বাজারে যেতে হয়। রাস্তাা খারাপ হবার কারণে চলাচলের বিগ্ন ঘটে। রাস্তাটি অনেক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়রা আরও জানান, এলাকার মানুষের জরুরীভাবে কোন মূমূর্ষ রোগী যশোর সদর হাসপাতালে নেয়ার প্রয়োজন হলে দ্রুততম নিতে পারে না। ফলে রোগীর জীবনের ঝুঁকি হয়ে পড়ে। এলাকায় কোন অগ্নিকান্ড ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয় বলে স্থানীয়রা জানান। এ কারণে মারাত্মক দূর্ঘটনা ঘটে। এলাকার বেশির ভাগ মানুষ কৃষি নির্ভরশীল। তাদের উৎপাদীয় ফসল বাজারে নিতে চরম ভোগান্তির শিকার হয়। তাছাড়া মালামাল বাজারে নিতে অধিক সময় খরচ হয়। পাশাপাশি এলাকার চাকরিজীবি, স্কুল-কলেজের শিক্ষার্থীরা সময়মত গন্তব্যে পৌঁছাতে পারে না। এ পাকা রাস্তাা চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকার সকল স্তরের মানুষের চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এলাকাবাসী জানান কুয়াদা বাজার হইতে সাড়াপোল পযর্ন্ত দ্রুত সংস্কারের জোর দাবী জানান।




আপনার মূল্যবান মতামত দিন: