মণিরামপুরে নিখোঁজ বাহারুলের সন্ধান চায় পরিবার

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর।। | প্রকাশিত: ২০ জুলাই ২০২২ ০১:১৩

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর।।
প্রকাশিত: ২০ জুলাই ২০২২ ০১:১৩

মণিরামপুরে নিখোঁজ বাহারুলের সন্ধান চায় পরিবার

মণিরামপুর থেকে নিখোঁজের দুই মাসেও সন্ধান মেলেনি বাহারুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির । তিনি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আগরহাটি গ্রামের নিছার সরদারের জামাই। পেশায় একজন ভ্যান চালক (হকার)। এঘটনায় মণিরামপুর থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আগরহাটি গ্রামের নিছার সরদারের মেয়ের সাথে বিয়ে হয় বাহারুল ইসলামের। সেই থেকে শশুরবাড়ি থেকে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন সে। প্রতিদিনের ন্যায় সম্প্রতি আগরহাটি গ্রাম থেকে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে রাস্তায় বের হয়ে নিখোঁজ হন বাহারুল ইসলাম। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবারটি। উপায় না পেয়ে বাহারুল ইসলামের স্বজনেরা মণিরামপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন।
কোন হৃদয়বান ব্যক্তি বাহারুল ইসলামের সন্ধ্যান পেলে পরিবারের নাম্বার- ০১৪০৫৩৫২১৬৭ বা সংশ্লিষ্ট থানায় জানানোর অনুরোধ করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: