
জাহাঙ্গীর আলম (৪২) পেশায় কৃষক। বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায়। আজ শনিবার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগমকে (৩২) নিয়ে এসেছিলেন চিকিৎসক দেখাতে। সঙ্গে ছিল ছয় বছরের মেয়ে সানজিদা। কিন্তু সড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারান তাঁরা। দুর্ঘটনাস্থলেই জন্ম হয় এক মেয়ে নবজাতকের। নবজাতক যখন পৃথিবীতে এল, তখন দুর্ঘটনায় পরপারে বাবা-মা-বোন।
আজ শনিবার বেলা তিনটার দিকে ত্রিশাল উপজেলার কোর্ট ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জাহাঙ্গীর, রত্না ও শিশু সানজিদা প্রাণ হারালেও বেঁচে যায় সদ্যোজাত নবজাতক। নবজাতক ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আপনার মূল্যবান মতামত দিন: