চিরিরবন্দরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান

পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। | প্রকাশিত: ১৬ জুলাই ২০২২ ০৪:৩৩

পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।
প্রকাশিত: ১৬ জুলাই ২০২২ ০৪:৩৩

ফাইল ফটো

 দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ১০ ঘটিকায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ২০২১-২০২২ অর্থ বছরে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া জাতীয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৯ জন রোগীদের মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ৯ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




আপনার মূল্যবান মতামত দিন: