চিরিরবন্দর আওয়ামিলীগ এর সভাপতি মোকছেদ আলী শাহ্ র জানাজা ও দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১৪ জুলাই ২০২২ ১৬:৫৭

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১৪ জুলাই ২০২২ ১৬:৫৭

ফাইল ফটো

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোকছেদ আলী শাহ্ র জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

তিনি বুধবার (১৩ই জুলাই) সকাল ১১ ঘটিকায় অসুস্থ হয়ে পড়লে দিনাজপুর এম আব্দুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরণ করেন।
ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি মোকছেদ আলী শাহ্ র বিদায়বেলায় স্বজনদের বুকফাঁটা আর্তনাদে ভারী চারপাশ। এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দৌলতপুর গ্রাম নিবাসী মরহুম মহসিন আলী শাহ্ র পুত্র। মোঃ মোকছেদ আলী শাহ্ মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

আলহাজ্ব খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করে। জানাজা শেষে সবাই শেষবারের মতো শ্রদ্ধা জানান।

উক্ত জানাজায় উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, সহ-সাংগঠনিক সম্পাদক ও ১০নং পুনট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর এ কামাল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দীন সরকার, ৫নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ১০নং পুনট্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন খোকন, ৯নং ভিয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিন্দ্র নাথ রায় (মনি) সাধারণ সম্পাদক তাপষ কুমার রায় (সানু) ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসিবুল হাসান (হাসিম বাবু) বিভিন্ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র রাজেনৈতিক অরাজনৈতিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে মোকছেদ আলী শাহ্ র মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি তার গ্রামের বাড়ী দৌলতপুরে পৌঁছলে বাড়িতে একটি হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। কান্নায় ভেঙে পড়েন মোকছেদ আলী শাহ্ র ভাই, পুত্র কন্যাসহ স্বজনরা।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন: