মণিরামপুরে ঈদ সামগ্রী পেয়ে খুশি চার শতাধিক মানুষ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি।। | প্রকাশিত: ১০ জুলাই ২০২২ ০৯:৪১

মণিরামপুর (যশোর) প্রতিনিধি।।
প্রকাশিত: ১০ জুলাই ২০২২ ০৯:৪১

মণিরামপুরে ঈদ সামগ্রী পেয়ে খুশি চার শতাধিক মানুষ

মানুষ, মানুষের জন্য। জীবন, জীবনের জন্য। এই প্রবাদ বাক্যটি সামনে রেখে মণিরামপুরে গরীব, অসহায় ও দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শনিবার উপজেলার বিভিন্ন এলাকার চার শতাধিক নারী-পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন আমেনা করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হাসান পান্নু।

ঈদ সামগ্রী পেয়ে গৃহবধু রহিমা বেগম বলেন, পলুয়া চাউল, লাচ্চা সেমাই, চিনি, তেল, আলু, পেয়াজ, রসুনসহ অনেক কিছু পেয়েছি। এসব ঈদের দিন ভাল করে রান্না করে খেতে পারব। এতে খুব খুশি হয়েছি। আমাদের গরীবদের জন্য খুব ভালো হয়েছে।

আমেনা করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হাসান পান্নু বলেন, ঈদ উপলক্ষে অসহায় দরিদ্র ও যারা চেয়ে খেতে পারে না তেমন চার শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: