গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর // | প্রকাশিত: ১ জুলাই ২০২২ ০৬:০৯

মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর //
প্রকাশিত: ১ জুলাই ২০২২ ০৬:০৯

গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

গাজীপুরের টঙ্গীতে সাভার আশুলিয়া চিত্রশাইল হাজী ইউনুছ আলী কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে নৃশংস হত্যা ও নড়াইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পুলিশের সামনে জুতার মালা পড়িয়ে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করছেন শিক্ষকরা।

গতকাল বৃহস্পতিবার সকালে টঙ্গী কলেজের সামনে শিক্ষকদের সমন্বয় অংশ গ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জিন্নাত আলী,সফিউদ্দিন কলেজের সহকারী প্রভাষক আব্দুল মোত্তালিব,মো.জান্নাতুল আকরাম, সিনিয়র শিক্ষক জি এম ফারুক, অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া,প্রভাষক বসির উদ্দিন, মাহবুব উল আলম,আবু জাফর প্রমুখ। এ সময় অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, ছাত্রের হাতে শিক্ষক হত্যার ঘটনা সমাজের অবক্ষয়। এ ঘটনার আড়ালে কারো হাত আছে কিনা খতিয়ে দেখতে হবে।এবং শিক্ষককে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির জানান।




আপনার মূল্যবান মতামত দিন: