সাংবাদিকরা জাতির বিবেক: এমপি অসীম কুমার উকিল

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।। | প্রকাশিত: ৩০ জুন ২০২২ ০২:২৩

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।।
প্রকাশিত: ৩০ জুন ২০২২ ০২:২৩

সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন এমপি অসীম কুমার উকিল

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার স্থানীয় এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। দেশের উন্নয়নে তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এখানকার উপজেলার ভাল-মন্দ দুটোই জনগনের কাছে তোলে ধরছেন। জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন সমস্যা অতিক্রম করে মাঠে ময়দানে তাদের পেশাগত দায়িত্ব পালনে বদ্ধপরিকর।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়া এলাকায় এমপির নিজ বাসভবন উকিলবাড়িতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ঐচ্ছিক তহবিল থেকে সাংবাদিকদের আর্থিক অনুদানের চেক হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়ার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞার পরিচালনায় এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি সমরেন্দ্র বিশ্ব শর্মা ও কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জীবন।

আলোচনা শেষে স্থানীয় ২৫ জন সাংবাদিকদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন এমপি। এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূ্ইয়া, তাজুল ইসলাম তাজু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুল, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফণিভূষণ ভদ্র মাধু, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনসহ কেন্দুয়া প্রেসক্লাব, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।




আপনার মূল্যবান মতামত দিন: