আর্তমানবতার সেবায় সিলেটের বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মণিরামপুরের খুদ্দামুদ্দীন ফাউন্ডেশন

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর)।। | প্রকাশিত: ৩০ জুন ২০২২ ০১:৫৫

তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর)।।
প্রকাশিত: ৩০ জুন ২০২২ ০১:৫৫

আর্তমানবতার সেবায় সিলেটের বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মণিরামপুরের খুদ্দামুদ্দীন ফাউন্ডেশন

‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না...ও বন্ধু।’ হ্যাঁ সমাজের কিছু মানুষ এখনো রয়েছে যারা বিপদে নিজের সবটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়ায়, সাহায্য-সহানুভূতির মাঝে অসহায়, দুঃস্থ মানুষের পাশে সমাজের অনেকেই দাঁড়ায়। বিশেষ করে ভয়াবহ কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণের সংকট কালীন সময়ে কেউ নীরবে আবার কেউ প্রকাশ্যে সহযোগিতা করেছে অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী, কর্মহীন, ঘরবন্দি মানুষদের।


শুধু করোনা নয়, রাস্তায় ও বাজারে ঘুরে বেড়ানো ভবঘুরে মানুষদের সরকারি আশ্রয় কেন্দ্রে ও তার বাড়ির ঠিকানা খুঁজে বাড়ি পৌঁছানো, অসুস্থদের চিকিৎসা সেবা, অনাথ বাচ্চাদের ভরণপোষণসহ আশ্রয় প্রদান, প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, প্রাকৃতিক দুর্যোগে ও মহামারিতেও দৃষ্টান্তমূলক ভূমিকা রেখে চলেছে খুদ্দামুদ্দীন ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি অল্প দিনেই এলাকার মানুষের মনে স্থান করে নিয়েছেন। তারই অংশ হিসেবে ‘আর্তমানবতার সেবায় খুদ্দামুদ্দীন, মানব সেবায় অংশ নিন’ স্লোগানকে সামনে নিয়ে সম্প্রতি সিলেটের সুনামগঞ্জের ৪শতাধিক বন্যার্তদের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ার রশিদ আহমদ, খুদ্দামুদ্দীন ফাউন্ডেশনের সদস্য মাওলানা মিজানুর রহমান, শরিফ খান, ফরহাদ হোসেন, বাবুল আক্তার প্রমুখ।

সংগঠনের সদস্যরা বলেন, আর্তমানবতার সেবায় এগিয়ে আসার মতো মহৎ কাজ আর নেই। সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ‘খুদ্দামুদ্দীন ফাউন্ডেশন’ এর সদস্যরা কাজ করে যাচ্ছেন। সব ধরনের সামাজিক অবক্ষয় রোধ করে সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যেই এই সংগঠনের অগ্রযাত্রা।




আপনার মূল্যবান মতামত দিন: