গাজীপুরের টঙ্গীতে ফারিয়ার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।। | প্রকাশিত: ২৭ জুন ২০২২ ২৩:৪২

মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।।
প্রকাশিত: ২৭ জুন ২০২২ ২৩:৪২

ফাইল ফটো

 

গাজীপুরের টঙ্গীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্তৃক ঔষধকোম্পানির প্রতিনিধিগনকে লাঞ্ছিত ও হেনস্তার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করেছে ফার্মাসিউটিক্যালসরিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়ার) টঙ্গী চেরাগআলী শাখার সদস্যবৃন্দরা।সোমবার (২৭ জুন) দুপুরে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনেঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।প্রতিবাদ সমাবেশে ফারিয়ার টঙ্গী চেরাগ আলী শাখার সভাপতি সিরাজুল ইসলামসিরাজ বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওষুধ কোম্পানির প্রতিনিধিদেরকোমরে দড়ি বেঁধে পাবলিক প্লেসে এভাবে অপমান করা খুবই হৃদয়বিদারক এবং দুঃখজনক। আমরাএ ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং এ ঘটনার সাথে যারা জড়িত তাদের উপযুক্ত বিচার দাবি করছি।সমাবেশে ফারিয়ার টঙ্গী চেরাগ আলী শাখার সাধারণ সম্পাদক বিজন প্রামানিক,যুগ্ন সাধারণ নূরে আলম, ইসমাইল হোসেন, ইমরান হোসেন, দেলোয়ার হোসেনসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যালসকোম্পানির রিপ্রেজেন্টেটিভরাও বক্তব্য রাখেন।




আপনার মূল্যবান মতামত দিন: