মাগুরায় জাতীয় ফল মেলার উদ্বোধন, চলবে ৩ দিন ব্যাপি

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।। | প্রকাশিত: ২৭ জুন ২০২২ ০৯:৪৮

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
প্রকাশিত: ২৭ জুন ২০২২ ০৯:৪৮

ফাইল ফটো

 

মাগুরা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ রবিবার মাগুরা নোমানী ময়দানে ০৩ দিনব্যাপি জাতীয় ফল মেলা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. আশরাফুল আলম, জেলা প্রশাসক, মাগুরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. হায়াত মাহমুদ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা মহোদয়।

জাতীয় ফল মেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, উপজেলা চেয়ারম্যান, মাগুরা সদর। জনাব মো: মোশাররফ হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, মাগুরা। জনাব বিষ্ণু পদ সাহা, অতিরিক্ত উপপরিচালক (পিপি), মাগুরা। মো: আসলাম সারোয়ার, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা। মো: মইনুল ইসলাম পলাশ, সভাপতি, কৃষকলীগ, মাগুরা জেলা শাখা, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা সহ প্রমূখ।




আপনার মূল্যবান মতামত দিন: