
সিলেট বিভাগের বন্যার্তদের জন্য মানবিক সহায়তা হিসেবে ৫ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট প্রস্তুত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো জাহিদ আহসান রাসেল, এমপির টঙ্গীর বাসভবনে।
প্রতিটি প্যাকেটে পাঁচ হাজার পরিবারের জন্য চাল, ডাল, তৈল, আলু, পিয়াজ, লবন, বিস্কুট ও খাবার স্যালাইনসহ বেশ কিছু খাদ্য সামগ্রী রয়েছে, তা পাঁচ সদস্যের একটি পরিবার এক সপ্তাহ চলতে পারবে বলে আশা করা হচ্ছে। এ গুলো শুক্রবারে বিতরণ করা হবে বলে জানা যায়।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো জাহিদ আহসান রাসেল বলেন,
সিলেটে বন্যা কবলিত এলাকায় দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি।তিনি আরো বলেন,মানবিক সহায়তা হিসেবে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য যে, যাই পারেন, একটু একটু করে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অবশ্যই ওই এলাকার মানুষ অনেক উপকৃত হবে।

আপনার মূল্যবান মতামত দিন: