
যশোরের অভয়নগরে কাভার্ডভ্যানের ধাক্কায় জুলফিকার আলী ভূট্টো (৪৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে যশোর-খুলনা মহাসড়কে উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত জুলফিকার আলী ভূট্টো যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জয়ান্তা গ্রামের আব্দুল বারিক সরদারের ছেলে। সে অভয়নগর উপজেলার নওয়াপাড়ার গোল্ডেন এন্টারপ্রাইজ নামক একটি সার ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবরক্ষক হিসাবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল চারটার দিকে যশোর-খুলনা মহাসড়কে খুলনা থেকে ছেড়ে একটি কাভার্ডভ্যান যশোরের দিকে যাচ্ছিল। এসময় নিহত ব্যাক্তি মটরসাইকেলে করে একই দিকে যাচ্ছিল মটরসাইকেলটি প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে কাভার্ডভ্যানটি পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এরপর কাভার্ডভ্যানটি তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সোহানা আজমীর উর্মি জানান, হাসপাতারে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিদ্দিকুর রহমান জানান কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্খা প্রক্রিয়াধীন।

আপনার মূল্যবান মতামত দিন: